পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম পোল্যান্ডের প্রধান সমুদ্রবন্দর পোর্ট গডানস্কের ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট অ্যালান আলেকসান্দ্রোভিচের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চট্টগ্রাম ও গডানস্ক বন্দরের মধ্যে সরাসরি শিপিং রুট স্থাপন নিয়ে আলোচনা হয়।
ওয়ারশর স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) পোর্ট গডানস্কের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বাধীন বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ময়নুল ইসলাম।
ওয়ারশর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈঠকের শুরুতে গডানস্ক বন্দর কর্তৃপক্ষ বাল্টিক সাগর অঞ্চলে বন্দরের কার্যক্রম, সক্ষমতা এবং কৌশলগত ভূমিকা সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। উভয়পক্ষ চট্টগ্রাম ও গডানস্ক বন্দরের মধ্যে সরাসরি শিপিং রুট স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করে। তারা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক জ্ঞান বিনিময় করে দুই বন্দরের মধ্যে পারস্পরিক সহযোগিতা অন্বেষণে জোর দেন।
উভয়পক্ষ বন্দর দিয়ে সরবরাহ সহায়তা কার্যক্রম এবং তথ্য বিনিময়সহ দুই বন্দরের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিশদভাবে অনুসন্ধানের জন্য উভয় বন্দরের সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে শিগগিরই একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজনের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।
বৈঠকটি বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়ারশর বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য, পোর্ট গডানস্ক হলো পোল্যান্ডের একটি প্রধান সমুদ্রবন্দর, যা বাল্টিক সাগরের তীরে গডানস্ক উপসাগরে অবস্থিত। এটি পোল্যান্ডের বৃহত্তম ও বাল্টিক সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি।
বিডিপ্রতিদিন/কবিরুল