মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে সাপে কেটে জাকিয়া লামিমা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা মামুন শেখের মেয়ে। লামিমা স্থানীয় বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো।
পরিবারের সদস্যরা জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় লামিমাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে উপজেলার খালিয়া এলাকার ধরির ব্রিজের মাঝামাঝি পৌঁছালে লামিমা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু শিক্ষার্থী জাকিয়া লামিমার এমন মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল