দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া কৃষক দলের যুগ্ম আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) মো. আল-আমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আবু শামীম মো. আরিফ ও সদস্য সচিব জিল্লুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিব পদ থেকে শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হলো। নাসিরনগর উপজেলা কৃষকদলের সকল নেতাকর্মীকে তার সাথে কোন ধরণের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল'কে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টার দিকে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতা মিছিলে সংঘর্ষের ঘটনায় শাহ আলম ১১৮ জনের নাম উল্লেখসহ আরও ৩শ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলার আবেদন করেন। তার দায়েরকৃত সেই মামলা থেকে পাঁচ আসামির নাম বাদ দিতে তিনি আদালতে হলফনামাও দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষিতে গত ১৩ জুন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা কৃষক দল।
এছাড়াও তার বিরুদ্ধে মামলা বাণিজ্য ও আওয়ামীলীগের সাবেক সাংসদ ফরহাদ হোসেন সংগ্রামের সাথে সখ্যতারও অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ছবি ও কথোপকোথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা দলের ভাবমূর্তি ব্যাপকভাবে নষ্ট করছে বলে দাবি দলীয় নেতাকর্মীদের।
বহিষ্কৃত উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান বলেন, আমার নাম ব্যবহার করে কেউ যদি কিছু করে থাকে এর দায় আমি নেব না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি কোনো অনিয়ম করিনি। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন লোককে আসামি করে মামলা করে ওই মামলায় আমাকে বাদী করেছে। অনেক নিরপরাধ লোককেও ওই মামলায় নাম দিয়েছে।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান বলেন, মামলা নিয়ে বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের আমাদের দল সমর্থন করে না। তার পেছনে থেকে কারা কল-কাঠি নাড়ছে তা খতিয়ে দেখা উচিত।
বিডি প্রতিদিন/হিমেল