ইউরো ২০২৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই বড় ধাক্কার সম্মুখীন হয়েছে ওয়েলস নারী ফুটবল দল। মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়ে দলটির বাস।
ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনের এরিনা স্টেডিয়ামের পথে। তবে সৌভাগ্যক্রমে বাসে থাকা সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য সদস্যরা অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিও)।
দুর্ঘটনার সময় বাসে ছিলেন না প্রধান কোচ রিয়ান উইলকিনসন এবং অধিনায়ক আংহারাদ জেমস। সংবাদ সম্মেলনে অংশ নিতে তারা আলাদাভাবে যাত্রা করেছিলেন। সংবাদ সম্মেলনে উইলকিনসন বলেন, 'শরীরিকভাবে সবাই ভালো আছে, কিন্তু মানসিকভাবে কিছুটা আঘাত পেয়েছে। তাই আমরা আজকের অনুশীলন বাতিল করেছি।'
দুর্ঘটনার পরপরই খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নিয়ে অনুশীলন ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়। কোচ উইলকিনসন এবং অধিনায়ক আংহারাদ জেমস জানান, তারা এখন খেলোয়াড়দের মানসিকভাবে স্থিতিশীল অবস্থায় ফেরাতে কাজ করছেন।
সব কিছু ঠিক থাকলে বুধবার নির্ধারিত সময়েই ফ্রান্সের বিপক্ষে ইউরো ২০২৫-এর গ্রুপ ডি ম্যাচে মাঠে নামবে ওয়েলস নারী দল।
এফএডব্লিও জানিয়েছে, 'এটা আমাদের জন্য একটি দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনা হলেও, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব ছিল এবং সেটাই আমরা করেছি।'
বিডি প্রতিদিন/মুসা