চাকরির গ্রেড উন্নয়ন ও পদমর্যাদা সংশোধনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজবাড়ীর স্বাস্থ্য সহকারীরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের রাজবাড়ী জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু নাসের উজ্জল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ ও রাজবাড়ী সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ