কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের লতাবনিয়া পাহাড়ি এলাকা থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ২৭৯ নম্বর বাঁকখালী মৌজার একটি রাবার গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
নিহতের নাম মনজুর আলম (২৮)। তিনি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মোহাম্মদ আমির ওরফে আমির হামজার ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানান, সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে পাহাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মনজুরকে দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত মনজুর গত রবিবার রাবার বাগানে কাজ করতে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        