স্বতন্ত্র ইউনানী ও আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর ঘেরাও করেছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে তারা অবস্থান নেন। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত আন্দোলরত শিক্ষার্থীরা সেখানে কর্মসূচি চালিয়ে যান।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। স্বতন্ত্র কাউন্সিল ছাড়া আমাদের চিকিৎসা পেশায় সুনির্দিষ্ট পরিচিতি ও পেশাগত রেজিস্ট্রেশন অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমরা আর ধোঁকায় বিশ্বাস করি না। এবার দৃশ্যমান সিদ্ধান্ত চাই।”
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক চিকিৎসক মো. নাজমুল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের জন্য নতুন একটা সার্কুলার দেওয়া হয়েছে। তার বিরোধিতা করছে তারা।
বিষয়টি নিয়ে তারা কথা বলছেন বলেও জানিয়েছেন মহাপরিচালক। তিনি বলেন, “ইস্যুটা হচ্ছে বোর্ড রিকগনিশন দেবে না অস্থায়ী কাউন্সিল দেবে তা নিয়ে। তারা কলেজে আন্দোলন করছিল। আজ এখানে এসেছে। তো আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”
বিডি প্রতিদিন/জুনাইদ