রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে আরও দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ আদেশ দেন।
এদিন তিন দিনের রিমান্ড শেষে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। পরে নতুন করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত সেলিম আলতাফ জর্জের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরদিন বুধবার (১৮ সেপ্টেম্বর) আদালতে তোলা হলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় সেলিম আলতাফ জর্জকে ৩ দিনের রিমান্ডে দেন আদালত। ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/আরাফাত