বিপাকে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়াল। এক যুবতীর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গাজিয়াবাদে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন যশ, পরে তিনি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন।
অভিযোগকারী জানান, ২১ জুন তিনি প্রথম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গ্রিভান্স পোর্টালে অভিযোগ জানান। প্রাথমিক তদন্তের পর পুলিশ এফআইআর দায়ের করে। অভিযোগে দাবি, যশ একাধিকবার বিয়ের আশ্বাস দিয়ে সহবাস করেন এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালান। শুধু তাই নয়, ওই সময় আরও একাধিক মহিলার সঙ্গেও সম্পর্কে জড়ান বলে অভিযোগ।
যশের পরিবারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, তাঁরা বিয়ের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করেন। অভিযোগকারিণী জানিয়েছেন, পরিস্থিতি এতটাই চরমে পৌঁছয় যে তিনি আত্মহত্যার কথাও ভাবেন। তিনি হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ডিং ও স্ক্রিনশট-সহ একাধিক প্রমাণ জমা দিয়েছেন পুলিশের কাছে।
যশ দয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৬৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ধারায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা