৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত দিনাজপুর সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু খায়ের মো. নাসিদ, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় এবং দিনাজপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মিথুন মজুমদারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
স্বাস্থ্য সহকারীরা জানান, শিশুর জন্মের পর থেকেই ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে টিকা কার্যক্রম পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। এটি সম্পূর্ণ টেকনিক্যাল কাজ হওয়া সত্ত্বেও তারা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত রয়েছেন। দীর্ঘদিন ধরে এই স্বীকৃতির দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। ফলে তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন এবং সরকারি অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় পিছিয়ে আছেন।
কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা তাদের ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) যুক্ত করে ১৪তম গ্রেডে উন্নীতকরণ।
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
৩. পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. পুরনো নিয়োগবিধি অনুসারে কর্মরত স্বাস্থ্য সহকারীদের স্নাতক স্কেলে অন্তর্ভুক্তকরণ।
৫. টাইম স্কেল ও উচ্চতর স্কেল সুবিধা নতুন বেতন স্কেলে যুক্তকরণ।
৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারী স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেডে উন্নীতকরণ।
স্বাস্থ্য সহকারীরা বলেন, দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তারা।
বিডি প্রতিদিন/নাজিম