সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে পুকুরে ডুবে রাফসান আহমেদ রিক্ত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে। শিশু রিক্ত একই গ্রামের মিজানুর রহমান মৃদুলের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের পর শিশু রিক্ত অন্যান্য শিশুর সাথে বাড়ির পাশে পুকুরধারে খেলছিল। হঠাৎ সকলের অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। সন্ধ্যার পর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল