বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফেডারেল আদালতে অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যাপল ও ওপেনএআই বাজারকে নিজেদের দখলে রেখে প্রতিযোগীদের ঠেকিয়ে রাখছে। এর ফলে এক্স এবং এক্সএআইয়ের মতো নতুন উদ্ভাবকরা সমান সুযোগ পাচ্ছে না।
অ্যাপল সম্প্রতি ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্বে গিয়েছে। এর মাধ্যমে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি সরাসরি আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে যুক্ত করা হয়েছে।
মামলার দাবি, এ ধরনের একচেটিয়া চুক্তির কারণে অ্যাপল ইচ্ছাকৃতভাবে এক্স অ্যাপ ও এক্সএআইয়ের গ্রক অ্যাপকে অ্যাপ স্টোরে তেমন গুরুত্ব দিচ্ছে না। এক্সএআই জানিয়েছে, এই পরিস্থিতিতে তারা কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে।
ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, ইলন মাস্কের এ মামলা তার দীর্ঘদিনের ‘উত্যক্ত করার ধারা’র অংশ। তবে এ বিষয়ে অ্যাপল এখনও কোনো মন্তব্য করেনি।
এর আগে চলতি মাসের শুরুতে মাস্ক সতর্ক করেছিলেন যে, অ্যাপলের আচরণ অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাকে অ্যাপ স্টোরে ওপেনএআইয়ের সমকক্ষ হতে দিচ্ছে না। উল্লেখ্য, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ২০২২ সালের শেষ দিকে চালুর পর ইতিহাসের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ভোক্তামুখী অ্যাপ হয়ে ওঠে।
বিডিপ্রতিদিন/কবিরুল