ময়মনসিংহে শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদ দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিজ ডায়মন্ড। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান জানান, ২০১৮ সালে পাটগুদাম এলাকায় ইব্রাহিমকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।