দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : মীরসরাই উপজেলার ধুমঘাট ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। রাসেলের বাড়ি উপজেলার সোনাপাহাড় বাজার এলাকায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী : বাঁশবোঝায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (২৬) নামের এক এনজিও কর্মী মারা গেছেন। মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট কালিতলা স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল হোসেন মোটরসাইকেল আরোহী ছিলেন। দিনাজপুর : বীরগঞ্জে গতকাল সন্ধ্যায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার রাতে লরিচাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।