দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ পাইকারি বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও পুরান ঢাকার মৌলভীবাজারের পরই ছিল নিতাইগঞ্জের অবস্থান। দেশের প্রায় ৪০ জেলায় মালামাল যেত নিতাইগঞ্জ থেকে। পাওয়া যেত সব ধরনের পণ্য। বিশেষ করে লবণ, চিনি, চাল, ডাল, তেল, গম, আটা, ময়দা ও ভুসির জন্য প্রসিদ্ধ ছিল নিতাইগঞ্জ। বর্তমানে সেই জমজমাট ব্যবসা আর নেই। আস্থার ঘাটতি, বিনিয়োগে ভয়, মানুষের মধ্যে প্যানিক, সুযোগ-সুবিধা না পাওয়া- সব মিলিয়ে ব্যবসায় ধস নেমেছে। টিকে থাকা কঠিন হয়ে পড়েছে এখানকার শত শত ব্যবসায়ী ও শ্রমিকের। ব্যবসায়ীরা জানান, এখানে আগে প্রতিদিন শতাধিক ট্রাকে মাল লোড-আনলোড হতো। এখন অর্ধেকও হয় না। লোড-আনলোড শ্রমিকদের ব্যস্ততাও নেই। কষ্টে দিন কাটছে তাদের। দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। জয় ট্রেডার্সের ব্যবস্থাপক কৃষ্ণ বাবু বলেন, আমি ৩৫ বছর ধরে এখানে ব্যবসা করছি। আগে সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা হতো। এখন ব্যবসায় ভাটা পড়েছে। কমে গেছে ক্রেতা। ভাই ভাই ট্রেডার্সের ব্যবস্থাপক পরিতোষ সাহা বলেন, নব্বইয়ের দশক থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিল সোনালি সময়। তখন দিনে শতাধিক ট্রাক মাল আসত। এখন ৩০-৪০ ট্রাকও আসে না। বড় বড় কোম্পানি সরাসরি বাজারে আসায় আমাদের মতো মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। লোড-আনলোড শ্রমিক হারুনুর রশিদ বলেন, ব্যবসায়ীরা দুর্যোগের মধ্যে আছে। এর প্রভাব শ্রমিকদের মধ্যে পড়েছে। আমরা খুব কষ্টে আছি। আগে যে পরিমাণ আয় হতো এখন তার তিন ভাগের এক ভাগও হয় না। ময়দার মিলগুলো বন্ধ হয়ে গেছে। ডাইলপট্টি লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বলেন, এক সময় নিতাইগঞ্জের লবণ, ডাল ও ময়দা ব্যবসায়ীরা ছিল চাঙ্গা। এখন লবণ ব্যবসায়ী নেই বললেই চলে। ইউনিয়নের সভাপতি আবদুর রহমান বলেন, বর্তমান ব্যবসার অবস্থা খুবই খারাপ। শ্রমিকদের জীবীকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন পরিচালক মজাহরুল ইসলাম জোসেফ বলেন, নিতাইগঞ্জ অনেক পুরোনো বাজার। এখানে ব্যবসা একেবারে তছনছ হয়েছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি শংকর সাহা বলেন, ফ্যাসিস্ট সরকারে লুটেরা শ্রেণি যেভাবে পেরেছে লুটপাট করছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে নিতাইগঞ্জের পাইকারি ব্যবসায়। দেশে স্থিতিশীল পরিবেশ দরকার। তখন হয়তো নিতাইগঞ্জ আবার আগের অবস্থায় ফিরবে।
শিরোনাম
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
ব্যবসায় ধস, কষ্টে ব্যবসায়ী-শ্রমিক
নিতাইগঞ্জ পাইকারি বাজার - ৪০ জেলায় মালামাল যেত নিতাইগঞ্জ থেকে পাওয়া যেত সব ধরনের পণ্য
মোবাশ্বির শ্রাবণ, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর