কুমিল্লার চান্দিনায় সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহিন মুন্সি নামে এক যুবকের বিরুদ্ধে। চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হালিমা খাতুন (৩৪) সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির স্ত্রী। শাহিন মুন্সি নিহতের সৎ ছেলে।
জানা যায়, সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির (৭৫) প্রথম স্ত্রী মারা যান তিন বছর আগে। তার চার ছেলে সৌদি আরব প্রবাসী। ছোট ছেলে শাহিন মুন্সি আট মাস আগে দেশে আসেন। ওসি জাবেদ উল ইসলাম জানান, তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ মর্গে পাঠানো হয়েছে।