মাদারীপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সপ্তাহব্যাপী এই মেলায় পরিবেশবান্ধব চারা বিক্রি ছাড়াও সচেতনতামূলক আলোচনা ও পরিবেশবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবার-পরিজন নিয়ে সবাই মেলায় আসুন, গাছের সাথে পরিচিত হোন। যার যতটুকু জায়গা আছে, সেখানে অত্যন্ত একটি গাছ লাগান।’
বিডি প্রতিদিন/এমআই