চট্টগ্রামের রাউজানে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট, লালিয়ারহাট এবং বড়দীঘিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শহিদা বেগম (৬০) এবং তার দুই ছেলে নাজিম উদ্দিন (৩৫) ও মো. দিদারুল আলম (৩৩)। তারা সবাই রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগরের তিতাগাজী বাড়ির বাসিন্দা এবং নিহত বকুলের মা ও ভাই। প্রসঙ্গত, নুরুল আলম বকুলকে রাউজান উপজেলার এয়াছিন নগরের নিজ বাড়িতে তার মা ও ভাইয়েরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহত বকুল পেশায় প্রকৌশলী ছিলেন।