গৃহহীনদের পুনর্বাসন, আবাসনে ঘর বরাদ্দ, পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদ বন্ধ এবং টিসিবি কার্ডের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠন, রংপুরের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আহসানুল আরেফিন তিতু, হাবলু মিয়া, ফরিদা বেগম প্রমুখ। নেতারা বলেন, ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে একাধিকবার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।