গত দুইদিন ধরে বরিশালে কখনো মাঝারি ও কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে গত দুইদিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বের মতো নগরীতে আর জলাবদ্ধতা নেই। তবে নিম্নাঞ্চলে পানি জমেছে। এছাড়াও টানা বৃষ্টিপাতের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, গত ১ জুলাই থেকে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে রবিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। সোম ও মঙ্গলবার বরিশালের সূর্যের দেখা মেলেনি। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। এ কারণে বায়ুর তারতম্য রয়েছে। তাই উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত রয়েছে। গত তিনদিনে বরিশালে ১৪৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই