বৃষ্টিতে ভিজে ছয় দফা দাবিতে বরিশাল জেলা সিভিল সার্জন অফিস চত্বরে তিনঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ পর্যন্ত এ অবস্থান কর্মসূচির পালন করে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ এসিষ্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক একেএম মাইনুদ্দিন খোকন। বক্তব্য রাখেন সোহেল শিকদার, জিয়াউল হাসান কাবুল ও শহীদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযুক্ত, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
কর্মসূচি অনুযায়ী আগামী ১২ আগষ্ট জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা। আগামী ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য সহকারীদের বাস্তবায়নাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল