বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্যসচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।
জানা যায়, পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) মেলার আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই অডিওতে মেলা আয়োজক বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী মন্টু মিয়ার কাছে আজাদকে টাকা দাবি করতে শোনা যায়।
তবে আজাদ বলেন, আমরা নোংরা রাজনীতির শিকার হয়েছি। হঠাৎ করে ছয় মাস আগের মেলাকে এখন সামনে আনা হচ্ছে। আমার কণ্ঠের সঙ্গে অডিও রেকর্ডের মিল নেই। কিছু দুষ্কৃতকারী সব জায়গায় থাকে। আমাদের হেয় করা হচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।