"আমার পাহাড়, আমার জীবন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খাগড়াছড়ি সেলিম ট্রেড সেন্টারের ৫ম তলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
অভিষেক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসাইন সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোঃ আবু তাহের।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক মেয়র ও কেন্দ্রীয় কমিটি মহাসচিব মোঃ আলমগীর কবির, সম্মেলন বাস্তবায়ন কমিটি খাগড়াছড়ির সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলার সভাপতি মোঃ সোলায়মান, বাঘাইছড়ি উপজেলা ও সম্মানিত সদস্য মোঃ আবদুল কাইয়ুম, খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এস এম মাসুম রানা সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদ সহ নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ