বগুড়ায় অনুষ্ঠিত এক বর্ণাঢ্য কবিতা উৎসবে গল্প, কবিতা এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চার বিশিষ্ট কবি, গল্পকার ও সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে জাতীয় কবিতা মঞ্চ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (রিডা) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিশিষ্ট কবি ও গীতিকার শাজাহান আলম রিপন সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
দিনব্যাপী এই কবিতা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা-এর সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা মোশাররফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট কবি মাহমুদুল হাসান নিজামী।
জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা কমিটির সভাপতি কবি ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দুই শতাধিক কবি, লেখক ও লিটল ম্যাগাজিন সম্পাদক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি এইচ আলিম।
সম্মাননা প্রাপ্তরা হলেন—সিনিয়র সাংবাদিক মহসিন রাজু, অধ্যাপক কবি মীর আব্দুর রাজ্জাক, কবি ও সম্পাদক মাহফুল আকতার এবং কবি জয়ন্ত দেব।
বিডি প্রতিদিন/জামশেদ