সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার দায়ে জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে সাভারের পুলিশ টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
গ্রেফতার জনি কিশোরগঞ্জ জেলার সদর থানার হারুয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক সহকারী প্রক্টর ও বহিষ্কৃত সহকারী অধ্যাপক ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতার মাহমুদুর রহমান জনি সাভার মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘গ্রেফতার জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে সাভার মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলা আদালতে পাঠানো হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন