বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে গুম, খুনসহ সব মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিরোধী মতের অনেক নিরপরাধ আলেম, সাংবাদিক ও ইসলামী নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড দিয়েছে। গতকাল দলের নেতা-কর্মীসহ বিভিন্ন অতিথির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন দলের মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুনামগঞ্জী, হাফেজ অলি উল্লাহ, মাসউদুর রহমান ও মনির হোসাইন প্রমুখ।
খেলাফত আন্দোলনের আমির আরও বলেন, শাপলা চত্বরে নির্বিচারে মাদরাসার ছাত্র, আলেম-ওলামাদের গুলি করে হত্যা করা হয়েছে। নিরপরাধ মানুষ গ্রেপ্তার করে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। অস্বীকৃতি জানালে গুম করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পতিত সরকার ক্ষমতার অপব্যবহার করে যত জুলুম-নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটিয়ছে সেগুলোর দ্রুত বিচার কার্যকর করতে না পারলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।