রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শত শত গ্রামবাসী হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে গতকাল মানববন্ধন করেছেন। মক্রমপুর ইউনিয়ন ছাত্র সংগ্রাম পরিষদ ও দক্ষিণ বানিয়াচং আঞ্চলিক সিএনজি, টমটম, মিশুক মালিক সমিতির আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শ্রমিকসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, খানাখন্দে বেহালদশা হবিগঞ্জ-সুজাতপুর ভায়া আগুয়া আঞ্চলিক সড়কটির। চলাচলের অনুপযোগী।