গাইবান্ধার গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ভবেশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ বাজার এলাকার নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভবেশ চন্দ্র উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের গোবিন্দগঞ্জ শাখার সভাপতি।
পুলিশ জানায়, ভবেশ সরকারকে উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারবিরোধী নানা কর্মকাণ্ড এবং উসকানিমূলক তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে ভবেশ সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।