নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চারদিন পর সায়মা আক্তার মীম (২২) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়াল নগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি মোগরাপাড়া চৌরাস্তা কলাপাতা বার্গারের কর্মী ও আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সায়মা আক্তার মীম শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। সোনারগাঁ থানার পরিদর্শক মো. রাশেদুল হাসান খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।