গাইবান্ধার সাদুল্লাপুরে শহীদুল্লাহেল কবীর ফারুক (৫০) নামে এক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি উপজেলার তালুক হরিদাস এলাকার মোশাররফ হোসেন নওশার ছেলে। পুলিশ জানায়, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘ওই মামলায় এর আগেও ফারুককে গ্রেপ্তার করা হয়েছিল।