গাইবান্ধার গোবিন্দগঞ্জে শোয়ার ঘর থেকে আবদুল কাফি (৬৫) নামে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাপামারা এলাকা থেকে গতকাল বিকালে লাশটি উদ্ধার করা হয়। আবদুল কাফি ওই এলাকার আবদুল জব্বারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানান, ওই বৃদ্ধের সন্তানরা অন্যত্র বসবাস করেন। এক সময় স্ত্রীও তার সংসার ছেড়ে চলে যান।