কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে আটক করেছেন র্যাব-১৩-এর সদস্যরা। গতকাল দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আমরত শাহ গ্রাম থেকে মূর্তিসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- আবদুল মাজেদ ও আলী আজম।