বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সিদ্ধিরগঞ্জ ১নং ও ২নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ পুল, বাতানপাড়া, তালতলা, আবদুল আলী পুল, মাইজপাড়া, বড়বাড়ি, চৌধুরীপাড়া, বসু মার্কেট, মৌচাক, কান্দাপাড়া, মদিনা মসজিদ, নাজু মার্কেট, রহিম মার্কেট ও সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু, মজিবুর রহমান, রোবেল হোসাইন, শাহিন আহমেদ, মাহাদী হাসান মিঠু, আনিসুল হক বাবু, নাহিসুল ইসলাম সাদ্দাম, রিপন সরকার, রেদওয়ান হোসেন পাপ্পু, আহমেদ হুমায়ুুন কবির, নুরুল ইসলাম, সুহিন, এম আর কর্নেল প্রমুখ।