শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে কমলা বেগম নামে এক গৃহবধূর গলা কাটা লাশ পাওয়া গেছে। কমলা উপজেলার ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। ভুতুলিয়া গ্রামের ঝোপের গর্ত থেকে গতকাল মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মিজানুর রহমান নিহতের স্বামীর বরাত দিয়ে জানান, সকালে কমলা বেগম ও তার স্বামী কদম আলী একসঙ্গে বাড়ি থেকে বের হন। কদম আলী কাজের উদ্দেশ্যে এবং কমলা বাড়ির অদূরে গাছের তাল কুড়াতে যান। দুপুরে স্বামী মাঠের কাজ থেকে ফিরলেও কমলা বাড়ি ফেরেননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। দুপুরের পর প্রতিবেশী এক নারী ঝোপের ভিতর মাটি খোঁড়া দেখেন। তার সন্দেহ হলে চিৎকার করেন। তখন আশপাশের বাড়ির লোকজন এসে মাটিচাপা অবস্থায় কমলা বেগমের লাশ দেখতে পান।
শ্রীপুর থানার ওসি আবদুল বারিক বলেন, লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।