আড়াইহাজারে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাতেন মিয়া (৬৮) নামে একজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে রসুলপুরে এ সংঘর্ষ হয়। এতে বাতেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। ঢাকা মেডিকেলে গতকাল সকালে তিনি মারা যান। বাতেন সাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার বাবা। শাহজাহান বলেন, কোনো কারণ ছাড়াই সাতগ্রাম ইউনিয়নের যুবদলের সভাপতি রেজাউল করিমের লোকজন আমাদের ওপর হামলা করে। রেজাউলের সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।