বিভিন্ন অনিয়মের অভিযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের ১১ জেলায় ১১৩ জনের ডিলারশিপ বাতিল করেছে। এরমধ্যে বগুড়া জেলায় বাতিল করা হয়েছে ৬৮ জনের ডিলারশিপ। সবচেয়ে বেশি ডিলারশিপ বাতিল হয়েছে সোনাতলা উপজেলায়। মঙ্গলবার টিসিবির অতিরিক্ত পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মো. রবিউল মোর্শেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১১৩ জন মধ্যে ১০৮ জনের জামানত ফেরত দেওয়া হবে। আর ৫ জনের ডিলারের ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এই পত্রে ১১ জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।
অন্য জেলাগুলো হলো- মেহেরপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, শেরপুর, শরীয়তপুর, নোয়াখালী, বাগেরহাট, ফেনী ও সুনামগঞ্জ।
টিসিবি নিম্ন আয়ের মানুষদের ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয় করে আসছে। জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে ভোক্তার তালিকা করা হয়। বিষয়টি নিয়ে তদন্তসাপেক্ষে স্মার্ট কার্ডের মাধ্যমে এক পরিবারের একজন ভোক্তা দেখিয়ে বাকিগুলো বাতিল করা হয়েছে। অনিয়ম ও দলীয় প্রভাব খাটিয়ে যেসব ডিলার নিয়োগ নিয়েছিলেন সেগুলো যাচাই-বাছাই করে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।