শখ করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে সাগরের পানিতে তলিয়ে গেছে দুই শিক্ষার্থী। গতকাল সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর সুইজারল্যান্ড পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলো- উপজেলার মনখালী এলাকার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও প্রবাসী শীলখালীর নাজির হোসেনের ছেলে মোহাম্মদ সাঈম (১৫)। তারা মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজ সায়েমের মামা এম এ আজিজ ও স্থানীয়রা জানায়, ‘সকালে বন্ধুদের সঙ্গে শখ করে সাগরে মাছ ধরতে যায় ছয় কিশোর। এ সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যায় সায়েম ও হাবিবুল। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসলে নেমে পিংক আক্তার (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পিংক আক্তার চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী।
চকরিয়া থানার পরিদর্শক তৌহিদুল আনোয়ার জানান, দুপুরে মাতামুহুরী সেতুর কাছে তিন কিশোরী গোসল করতে নদীতে নামে। এ সময় পিংক আক্তার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অন্য দুই কিশোরীকে জীবিত উদ্ধার করে।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আসিক বলেন, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।