বগুড়া সদর উপজেলার বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করেন। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জানা যায়, ওয়াসিম মাদক সেবন করতেন। বৃহস্পতিবার রাতে তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সেপটিক ট্যাংকের কাছে গেলে ওয়াসিমের লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে রাতে হাঁটাহাঁটির সময় ট্যাংকে পড়ে মারা যান ওয়াসিম।