পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হাসনাত (১৯) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক এ আদেশ দেন। হাসনাত কলাপাড়ার গঙ্গামতীর বাসিন্দা। গঙ্গামতীর ঝাউবন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলি দিয়ে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে হাসনাতকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানা পরিশোধ করেন।