নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেল বিশাল জয় পেয়েছে। সমিতির ১৭ পদের মধ্য ১৬টিতেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীরা। ভরাডুবি হয়েছে জামায়াত সমর্থিত আইনজীবীদের।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল বারী ভূইয়া এই ফল ঘোষণা করেন। এদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। ১১৭২ ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোট প্রদান করেন।