নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিতায় মেঘনা নদীর ভাঙন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় হাতিয়া চানদী ইউনিয়নের দরবেশ বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
চানদী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে বিশিষ্ঠ সমাজ সেবক এমকে বেলাল হোসেন ছাড়াও সুবর্ণচর উপজেলার হাজী মোশারফ হোসেন কলেজের শিক্ষার্থী মো. সামাদ উদ্দিন, চাঁদ মিয়া, ফাতেমা খাতুন, জান্নাতুল ফেরদৌসিসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মেঘনা নদীর ভাঙনে গত কয়েক বছরে ১০ কিলোমিটার এলাকার বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এমন পরিস্থিতিতে নতুন করে ভাঙন ঠেকাতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
বিডি প্রতিদিন/কামাল