ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় দ্বিখণ্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বছর বয়সি ওই যুবকের লাশ রেললাইনের ওপর পড়ে ছিল। তবে স্থানীয় কেউ তাৎক্ষণিকভাবে চিনতে পারেনি। কোন ট্রেনের নিচে কাটা পড়েছে সেটিও বলতে পারেনি।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল