পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সৈকতের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ওইসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার শেষ বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো.ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমসহ কুয়াকাটা পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উচ্ছেদকৃত স্থানে বন বিভাগের সহায়তায় বৃক্ষরোপণ করেছেন উপজেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/এএম