ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কীটনাশক পানে এক দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- মরিয়ম আক্তার (১৫ মাস) ও মুজাহিদ (৩)। মরিয়ম উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে এবং মুজাহিদ একই উপজেলার সরিষা ইউনিয়নের মারোয়াকালী গ্রামের সঞ্জু মিয়ার ছেলে। হাসপাতাল সূত্রে জানায়, পরিবারের অজান্তে কীটনাশক পান করে মরিয়ম আক্তার (১৫ মাস)। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
একই দিন দাদার মালিশের কর্পূর পান করে মুজাহিদ। পরে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, নিহত দুই শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।