ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাঁচ দুর্বৃত্ত ও ডাকাতির মালামাল কেনা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া সর্দারপাড়ার অতুল চন্দ্র রায় (৩৮), ঠাকুরগাঁও ভূল্লী পূর্ব শুকানপুরী এলাকার জসিম উদ্দিন (২৬), ইউনুস (৩৮), দিনাজপুরের বিরল রামচন্দ্র এলাকার মাজেদুর রহমান মাসুদ (৪০) ও দিনাজপুর কোতোয়ালি থানা এলাকার রফিকুল।