পঞ্চগড়ে আগামী ২৪ জুলাই শুরু হবে বৃক্ষরোপন কর্মসূচি ও বৃক্ষমেলা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রস্তুতিমূলক এই সভায় কমিটির সদস্যরাসহ বিভিন্ন নার্সারীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: সাবেত আলী সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, শোভাযাত্রা এবং ৭ দিনব্যাপী বৃক্ষমেলা উল্লেখযোগ্য। বৃক্ষমেলাটি সরকারি অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হবে।
মেলায় জেলার উল্লেখযোগ্য প্রায় অর্ধশতাধিক নার্সারী অংশ নেবে বলে বনবিভাগ সূত্রে জানাগেছে। অন্যান্যের মধ্যে এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সীমা শারমিন, সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইউসুফ আলী, পঞ্চগড় চেম্বার অফ কমার্সের ট্রেজারার রুবেল পাটোয়ারী, পরিবেশ কর্মী মাহমুদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল