রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, খণ্ড খণ্ড হয়ে পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। বারবার বিভক্তির মাধ্যমে সংগঠনের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে। স্বৈরাচারী মনোভাব, ব্যক্তি স্বার্থ ও একগুঁয়েমির কারণে দল বারবার বিভক্ত হচ্ছে। দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
কাজী মামুন আরও বলেন, দলে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। সমাধানে সব পক্ষকে এক টেবিলে বসে জাতীয় পার্টিকে সংগঠিত করতে হবে। দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার জন্য যে ব্যক্তির অগ্রণী ভূমিকা পালন করা উচিত তিনি তা করছেন না, বরং তার কার্যকলাপ দেখে মনে হয় নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টায় ব্যস্ত। এর থেকে বেরিয়ে আসতে হবে। নইলে দল ধ্বংসের জন্য দায়ীদের তৃণমূল নেতা-কর্মীরা ক্ষমা করবেন না।