সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পর পর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ দেড় ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছিল। এতে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নিলে যানজট স্বাভাবিক হয়।
রবিবার (২৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে যমুনা সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক-কাভার্ডভ্যান-দুধবাহী গাড়ি একটি আরেকটির পেছনে ধাক্কা দিলে যানজটের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছিলেন দুইজন, তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, সংঘর্ষে ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে লেনজুড়ে আটকে যায়। ফলে উত্তরবঙ্গমুখী উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রেকারের সাহায্যে সরিয়ে নেওয়া হলে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সড়ক স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/নাজিম