জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার নির্বাচনের কথা বলছে, কিন্তু দেশে বর্তমানে নির্বাচনের পরিবেশ আছে কি না সে আলোচনা করছে না। দেশের অর্থনীতির পরিস্থিতি নাজুক। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমরা যদি আগের মতো যেনতেন একটা নির্বাচন করি তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে পড়তে পারে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। গতকাল রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা প্রমুখ। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। তাই আমরাও নির্বাচনে অংশ নিতে চাই। বর্তমানে দেশে নির্বাচনের সুস্থ পরিবেশ আছে বলে মনে হয় না। দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছে।