চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই এবার ভারতে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে যাচ্ছে। এ বছরের শেষ নাগাদ রাজধানী নয়াদিল্লিতে প্রথম অফিস চালু করবে তারা। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাইক্রোসফটের সহায়তায় ওপেনএআই ইতোমধ্যেই ভারতে একটি স্বতন্ত্র আইনি সত্তা হিসেবে নিবন্ধিত হয়েছে এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।
সিইও স্যাম অল্টম্যান বলেন, “ভারতে আমাদের প্রথম অফিস চালু করা এবং স্থানীয় কর্মী দল গড়ে তোলা একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে আমরা দেশটিতে উন্নত এআই প্রযুক্তি আরও সহজলভ্য করব এবং ভারতের সঙ্গে মিলেই এআই গবেষণা এগিয়ে নেব।”
তবে ভারতেই বর্তমানে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি প্রতিষ্ঠানটি। বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রকাশক অভিযোগ করেছেন, অনুমতি ছাড়াই তাঁদের কনটেন্ট ব্যবহার করে চ্যাটজিপিটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও ওপেনএআই এসব অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে দেশটিতে ওপেনএআইকে তীব্র প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারতে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১০০ কোটিরও বেশি। প্রতিযোগিতায় টিকে থাকতে ওপেনএআই সম্প্রতি চালু করেছে ‘চ্যাটজিপিটি গো’, যার মাসিক খরচ মাত্র ৪.৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫৮ টাকা)।
ভাইস প্রেসিডেন্ট নিক টারলি জানান, এই প্ল্যানে ব্যবহারকারীরা ফ্রি টিয়ারের তুলনায় ১০ গুণ বেশি বার্তা পাঠানো, ছবি তৈরি ও ফাইল আপলোডের সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় গুগল ও পারপ্লেক্সিটিও সক্রিয়। গুগল ভারতের শিক্ষার্থীদের জন্য এক বছরের ফ্রি এআই প্রো প্ল্যান দিয়েছে এবং পারপ্লেক্সিটি স্থানীয় টেলিকম কোম্পানি এয়ারটেলের সঙ্গে যৌথভাবে বিনামূল্যে প্রো সাবস্ক্রিপশন চালু করেছে।
অ্যাপ অ্যানালিটিক প্রতিষ্ঠান অ্যাপফিগারস জানিয়েছে, গত তিন মাসে ভারতে চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড হয়েছে ২ কোটি ৯০ লাখেরও বেশি। শুধু তাই নয়, গত এক বছরে দেশটিতে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা চারগুণ বেড়েছে।
বিডি প্রতিদিন/আশিক